
চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিশ^ মা দিবস উপলক্ষে ৩জন মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুুিষ্ঠত এক অনুষ্ঠানে এই সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডল। সংক্ষিপ্ত বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদা রহমান,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। পরে ৩ জন শ্রেষ্ঠ মাকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন তাছলিমা খাতুন.আভা রানী ও মৌসুমী খাতুন।