এম এ আলিম রিপন
সুজানগর পৌর শহরের নিরাপত্তা ও যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ মে) পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। সুজানগর পৌরসভার উদ্যোগে সভায় অন্যদের মাঝে থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,বণিক সমিতির নেতৃবৃন্দ, যানবাহন মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
সুুজানগর পৌর শহরের নিরাপত্তা ও যানজট নিরসনে মতবিনিময় সভা
