
এম এ আলিম রিপন
সুজানগর পৌর শহর যানজটমুক্ত করার লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিতির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। সুজানগর পৌরসভার উদ্যোগে সভায় অন্যদের মাঝে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা ও আব্দুল হাই, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সুজানগর বাজার কেন্দ্রেীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় যানজট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।