চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে গতকাল বুধবার দুপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। চাটমোহর রেলবাজারস্থ উপজেলা খাদ্য গুদাম চত্বরে বোরো ধান ক্রয় করে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম।
উপজেলা খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত করোনাকালে স্বল্প পরিসরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ,খাদ্য নিয়ন্ত্রক মো.শরিফুল ইসলাম,ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আঃ কুদ্দুস সরকার,সাংবাদিক শামীম হাসান মিলন প্রমুখ। উদ্বোধনী দিনে ১ মে,টন ধান ক্রয় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত চাটমোহর উপজেলায় ১ হাজার ২১৪ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে।
চাটমোহরে বোরোধান সংগ্রহের উদ্বোধন
