চাটমোহর প্রতিনিধি
চাটমোহরসহ চলনবিল অঞ্চলে গ্রীষ্মের প্রকৃতি তপ্ত নিঃশ^াস ছাড়ছে। রোদের প্রখরতার মধ্যে মাথা দিয়ে ঘাম ঝরছে অনবরত। কাঠফাটা গরমে হাঁসফাঁস করছে প্রাণীকূল। মানুষ তো বটেই পশু-পাখিও হাঁপাচ্ছে। বৃষ্টির দেখা নেই। বৈশাথের গরমে অস্থির হয়ে পড়ে জনজীবন। বৃষ্টিহীন প্রকৃতিতে প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে সূর্যের তাপ। অসহ্য গরমে মানুষ দিশেহারা। বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে মানুষ। খরার কারণে ঝরে পড়ছে আম-লিচু। বড় হচ্ছে না আম ও লিচুর গোটা। এ অঞ্চলে ৩৯ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। গরম বাতাসে পুড়ে যাচ্ছে খেতের বোরা ধান। বেড়েছে ডাব,শসা,করমুজের দাম। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া,হিটস্ট্রোকসহ গরমজনিত রোগির সংখ্যা। অতি প্রয়োজন ছাড়া তেউ ঘরের বাইরে বের হচ্ছে না।
চলনবিলাঞ্চলে গ্রীষ্মের গরমে অস্থির প্রাণীকূল
