ঈশ্বরদীতে দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা

ঈশ্বরদীতে দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা (খ) সার্কেল ঈশ্বরদীর আয়োজনে শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় এই মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউল হক ও সংরক্ষিত আসনের নারী সদস্য সালেহা খাতুন। সঞালনা করেন সহকারী শিক্ষক রবিউল ইসলাম।
এসময় অতিথি বক্তরা বলেন, উঠতি বয়সের ছেলেদের মধ্যে দিনে দিনে মাদকের প্রতি আসক্তি বাড়ছে। কারণ পরিবারে আনন্দঘন পরিবেশ নাই। তারা পরিবারে বাবা-মায়ের কাছে মন খুলে গল্প করার সময় পায়না। শুধু লেখাপড়ার চাপে দিশেহারা। যেকারণে বিচার-বিবেচনা ছাড়াই তারা যাকে কাছে পায়, তাকেই বন্ধু ভেবে মিশতে শুরু করে এবং পদস্থলন ঘটে। তাই প্রথম পদক্ষেপ হিসেবে বিদ্যালয়ে পড়া-লেখার সাথে প্র্রতযোগিতামূলক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড।