নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার গৌরবগাঁথা কাব্য পৌঁছে দিতে হবে : নূরুজ্জামান বিশ্বাস এমপি

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরব দীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত র্যালি নিয়ে আলহাজ্ব মোড়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেষে তিনি এই মন্তব্য করেন।
এমপি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা কাব্য পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, শফিউল আলম বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, মুলাডুলির আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিঠুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।