ঈশ্বরদীতে আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আওয়ামী লীগের উদ্যোগে ঈশ্বরদীতে শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রেসকাব সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিতে¦ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়াামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা রশিদুল্লাহ, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমূখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আজিজুর রহমান চঞ্চল।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ দলীয় ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।