করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীর সাবেক ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন চলে গেলেন

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা জার্জিস হোসেন (৭০) করোনা করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না–রাজিউন)।
মঙ্গলবার বিকাল ৩টা ১৫ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জার্জিস হোসেনের ছোট ভাই ডাঃ সাদেকুর রহমান জানান, তিনি কয়েকদিন থেকে ঠান্ডা,জ্বর ও কাশিতে ভুগছিলেন। গতকাল সোমবার থেকে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল আজ ৩টা ১৫ মিনিটে তিনি মারা যান।
এদিকে, প্রবীণ বিএনপি নেতা জার্জিস হোসেনের মৃত্যুতে এক শোক বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব গভীর শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার বাদ এশা গোকুলনগর কেন্দ্রীয় গোরস্থানে জানাযা শেষে সেখানেই জার্জিস হোসেনকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।