
ঈশ্বরদীতে করোনার উপসর্গ নিয়ে মা-ছেেলে মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় গোরস্থান পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন যাবত সর্দি-জ্বর নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন রঞ্জিত আলম ৫০) ও তাঁর মা মছিরণ বেগম (৭০)। শুক্রবার ভোর রাতে রঞ্জিত আলমের শারীরিক অবস্থার অবণতি হলে সে সকালের দিকে মারা যায়। রঞ্জিত আলমের মৃত্যুর দুই ঘন্টা পরে মারা যান তাঁর মা মছিরন বেগম।
ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর ফিরোজা বেগম বলেন, সর্দি,জ্বর ও কাশিতে মা-ছেলে আক্রান্ত ছিলেন। কিন্তু তাদের করোনা পরীক্ষা করা হয়নি। পরে মা-ছেলের জানাযা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
করোনা উপসর্গ নিয়ে মাত্র দুই ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে এলাকায় করোনা আতংকও বিরাজ করছে।