র্যাবের অভিযানে ঈশ্বরদীতে হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়া মধ্যপাড়া গ্রামে র্যাব অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে হিরোইনসহ আটক করেছে। আটককৃতরা হলেন সাহাপুর দিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শুকচান ফকিরের ছেলে রাশেদুল ফকির (৩৬) ও একই এলাকার কানু মন্ডলের ছেলে হামিম মন্ডল (৩৭)।
১৮ জুন র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃত্বে সাহাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের বসতবাড়ির সামনে লিচু বাগানে অভিযান চালিয়ে ৫৩ গ্রাম হিরোইন, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৯টাকাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।