করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বুধবার থেকে পুলিশী অভিযান শুরু হচ্ছে। জেলা পুলিশ পাবনার ফেসবুক থেকে মাস্ক ব্যবহারে সচেতনতা তৈরীর জন্য সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে।
করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে কেনাকাটা নিশ্চিত করার জন্য পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ক্রেতা ও বিক্রেতাদের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী বাড়ীর বাইরে গেলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলেক । জেলা পুলিশ পাবনার পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নে আগামীকাল থেকে কঠোরভাবে মনিটর করা হবে। মাস্কবিহীন সকল ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।