অমর একুশের প্রথম প্রহরে ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ
২১ ফেব্রুয়ারির প্র্রথম প্রহর ১২টা ১ মিনিটে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা শুরু করেন।
এরপর ধারাবাহিকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার ওসি মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম থখান, মহিলা ভাইস চেয়ারম্য্ন আতিয় ফেরদৌস কাকলি, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা,
মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক শিক্ষক সমিতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, মানাব, ঈশ্বরদী পৌর যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ঈশ্বরদী প্রেসক্লাব
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, পাকশী হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।