পাবনায় লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে পাবনা জেলা প্রশাসন

এস এম আলম
পাবনায় লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম এবং পাবনা মনসুর আলী কলেজ মাঠে করোনাকালীন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পাবনা সেলুন সমিতি ও শ্রমজীবী পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। অনুষ্ঠানে লকডাউনে ক্ষতিগ্রস্থ ১০০০ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, এন ডি সি সাজ্জাত হোসেন, সহ পাবনা জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ।