
এস এম আলম : পাবনায় করোনা সংক্রমনের বিস্তার রোধে চলছে কঠোর লকডাউন।শহরের টার্মিনাল, গাছপাড়া, আব্দুল হামিদ রোড সহ গুরুত্বপূর্র্ণ এলাকায় ব্যরিকেট দিয়ে পুলিশ চেক পোষ্ট বসিয়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেড় হলে তাদের জিজ্ঞাসাবাদ করছে। শহরে বিভিন্ন এলাকায় বেশ কিছু বেশ কিছু মোটরসাইকেল রিক্সা ও অটোরিক্সা আটক করে মামলাও দেয়া হয়েছে। এছাড়া লক ডাউন কার্যকরে ১৮ জন নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের তিনটি ভ্রম্যমান আদালত ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।লকডাউনে বন্ধ ছিল অধিকাংশ দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান এবং সকল রুটে গনপরিবহন চলাচল।