
ঈশ্বরদীর জয়নগরের শিমুলতলায় আড়তদার ও ব্যবসায়ীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও ও যুবলীগ নেতা কামাল বিশ্বাস।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
এসময় অতিথি ছিলেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, কৃষক লীগের আহ্বায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব খায়রুল ইসলাম প্রমূখ।