ঈশ্বরদীতে অবৈধ পলিথিন ফ্যাক্টরী সিলগালা : মালিক আটক

ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঈশ্বরদীর একটি অবৈধ পলিথিন কারখানা থেকে কোটি টাকা মুল্যের পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করেছে। রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ডিবি পুলিশ শহরের শৈলপাড়ায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক শিপন মালিথাকে আটক করে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ইনচার্জ) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে উৎপাদিত পলিথিন, বিপুল পরিমাণ পলিথিন তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।
পলিথিন তৈরীর কারখানার মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।