পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৭ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) এ কথা জানান।
তিনি বলেন, শনিবার রাতে ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকায় অভিযান চালিয়ে হারুন অর রশিদ (৩৫), মনিরুল ইসলাম (৩৩), মামুন বিল্লা (২৯) ও মনিরুল ইসলাম মনি (৩৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটর সাইকেল ও ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে রাতভর ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।পুলিশ সুপার আরো জানান, আটককৃতদের মধ্যে মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে অস্ত্র মাদকসহ চারটি, আরমান হোসেন গুড্ডুর বিরুদ্ধে তিনটি মাদকসহ চারটি ও মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে।
পাবনায় পুলিশের অভিযানে মাদকসহ আটক ৭
